চকরিয়া থানা কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি : সাইফুল ইসলাম খোকন, কক্সবাজার জেলা প্রতিনিধি :
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

"মুজিব বর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি" উক্ত উপপাদ্যকে সামনে রেখে ও কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে চকরিয়া থানা কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোর সকাল ১০ টায় ঘটিকায় থানা প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) আসনের এমপি জাফর আলম। উক্ত অনুষ্ঠানটিতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি।

উক্ত অনুষ্ঠানে থানার সকল অফিসার,পুলিশ সদস্য ছাড়া ও জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে একটি র‌্যালীও আয়োজন করা হয়।