লালমনিরহাটের হাতীবান্ধায় বিনামুল্যে কৃষকদের মাঝে ভুট্টা বীজ বিতরণ

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার কৃষকদের মাঝে বীজেতা সীডস প্রাইভেট লিঃ কর্তৃক বিনা মুল্যে ১ হাজার কেজি বাহুবলি ৫৫৫ হাইব্রীড জাতের উচ্চ ফলনশীল ভুট্টা বীজ বিতরন করেছে।

রবিবার সকালে উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা মাঠে জেলা পরিষদ সদস্য এরশাদ হোসেন শাখিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরনি সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুুদুল হাসান সোহাগ, প্রধান বক্তা বীজেতা সীডস লিমিটেড এর চেয়ারম্যান আল আমিন ইসলাম, বিশেষ অতিথী উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, বীজেতা সীডস্ প্রাইভেট লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর তাসলিমা আক্তার, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আঃ গফুর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহেবুর রহমান মোস্তাজির সম্পাদক সহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বীজেতা সীড প্রাঃ লিঃ এর উপদেষ্ঠা আলহাজ আনোয়ারুল ইসলাম বাদশা, অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী হানিফ আলী প্রমুখ। সভা শেষে প্রধান অতিথী কৃষকদের হাতে ভুট্টা বীজ প্যাকেট তুলে দেন।