পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

"দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে 

নওগাঁর পত্নীতলায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে  হয়েছে। 

সোমবার  (১লা নভেম্বর )  সকালে উপজেলা  চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত  ইউএনও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও যুব ঋণের চেক বিতরণ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী,  ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,  পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান  প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী  সাংবাদিক ও সুধিজন। 

সভায় ২০জন  উদ্যক্তাদের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ  করা হয়।