ঘোড়াঘাটে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২১ | আপডেট: ৩:১৩ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২১

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট  উপজেলায় এক র‍্যালীর আয়োজন করা হয়।র‍্যালী শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে আজ শনিবার (৬ নভেম্বর)বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাফেউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রদীপ কুমার সরকার,উপজেলা সমবায় অফিসার,মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম,ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান আঃ হামিদ সহ উপজেলা সমবায় সমিতির উদ্যোক্তারা।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।