মাটিরাঙ্গার বেলছড়ি অযোধ্যা বাজারে অগ্নিকান্ডে ৪দোকানসহ ৩বসতবাড়ি পুড়ে ছাই

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা বাজারে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডে ৪দোকানসহ ৩বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার(০৭ নভেম্বর) বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে খোকন সওদাগরের মুদির দোকান পুড়ে প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আরো ৩টি দোকানসহ ২টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 

জানা যায়, চা এর দোকানের গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর আগুন নেভাতে সক্ষম হয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) (অঃদাঃ) হেদায়েত উল্লাহ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল,মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, এ এলাকার মেম্বার মোঃ আলী হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. হেদায়েত উল্লাহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।