পুঠিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন এমপি মনসুর

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারী, চিনাবাদাম, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পুঠিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন। 

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়ার ।

এসময় ৯শ' জন কৃষকের মাঝে ৯০০কেজি শরিষার বীজ, ডিএপি সার ৯ হাজার কেজি এবং এমওপি সার ৯ হাজার কেজি বিতরণ করা হয়।

এবং পর্যায়ক্রমে মোট ৩ হাজার ১শ'  ৫০ জন কৃষকের মাঝে ১৬ হাজার ৫শ ৫০ কেজি বীজ, ৪০ হাজার কেজি ডিএপি, ২৯ হাজার কেজি এমওপি বিতরণ করা হবে।