খাগড়াছড়ি কুমিল্লা টিলা আইডিয়াল হাইস্কুলের সভাপতির দ্বায়িত্বে মো: সাইফুল্লাহ

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার কুমিল্লাটিলা আইডিয়াল হাইস্কুল এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অফিস কক্ষে এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সাঈদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী। 

অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য, পুর্নমনি ত্রিপুরা, আব্দুল মোতালেব, রতন কুমার রায়, আছিয়া, মো: আবু তাহের।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ(সাইফুল)। সহ-সভাপতি সদর উপজেলা ভাইস চেয়াম্যান, মো: আকতার হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর, মো: মানিক মিয়া পাটোয়ারী, বিদ্যুৎসাহী সদস্য মো: আসাদ উল্লাহ, সদস্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইউছুপ আলী (আদনান), অভিবাবক সদস্য, পুর্নমনি চাকমা, অভিবাবক সদস্য, মনোয়ারা বেগম, সদস্য, মো: আবুল কাশেম, সদস্য শিক্ষক প্রতিনিধি, আসমা বেগম, সদস্য শিক্ষক প্রতিনিধি, মো: আবু তাহের।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.সাইফুল্লাহ(ছাইফুল) বলেন, কুমিল্লা টিলা আইডিয়াল হাইস্কুলের ৩বৎসর মেয়াদে সভাপতির দায়িত্ব পেয়ে আমার দায়িত্ব পালন কালে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অবস্থা তৈরী করবো। শিক্ষার মান সম্মত পরিবেশ তৈরী করবো।

এরপর যে দায়িত্বপ্রাপ্ত হবে এ ধারিাবাহিকতা অব্যাহত রাখলে শিক্ষার মানোন্নয়ন হবে। আমি এ এলাকায় শিক্ষার মান বৃদ্ধি করতে সবাইকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।