ঘোড়াঘাটে মাদক বিরোধী দিবসে শিক্ষক ও তার সহযোগী হেরোইন ও ইয়াবা সহ আটক

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২১ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২১






দিনাজপুরের ঘোড়াঘাটে হেরোইন ও ইয়াবা সহ মোঃ শাহীনুর ইসলাম শাহিন এবং মোঃ নূর ইসলাম নামের দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। 



ঘোড়াঘাট থানা পুলিশ জানায়,শনিবার (২৬ জুন) রাত আনুমানিক ৭:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সফিউল ইসলাম সঙ্গীয় অফিসার সহকারী উপ-পরিদর্শক সরোয়ার জাহান সহ পুলিশের একটি টিম ১ নং বুলাকী পুর ভেলাইন গ্রামে অভিযান চালিয়ে মোঃ দুদু মিয়ার ছেলে মোঃ শাহীনুর ইসলাম শাহীন(২৬) ও মোঃ আবু বক্কর সিদ্দিক কাজীর ছেলে ভেলাইন (কানাগাড়ি)  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুর ইসলাম(৩৫) কে আটক করে। আটককৃতরা উভয়েই উপজেলার ভেলাইন গ্রামের।পুলিশ আরও জানান,ভেলাইন গ্রামের জৈনিক আজম মিয়ার পশ্চিম দুয়ারী দোচালা পরিত্যাক্ত টিনের ঘরের ভিতরে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫.৫ (পাঁচ পয়েন্ট পাঁচ) গ্রাম হেরোইন এবং পঁচিশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন কে আটক করে এবং তারা প্রাথমিক জিজ্ঞাসা বাদে পরস্পর যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রাখার কথা শিকার করে। 



ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার অফিসার এবং ফোর্স কে উক্ত স্থানে পাঠিয়ে দিলে হাতেনাতে হেরোইন এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ শাহিনুর ইসলাম শাহিন ও নুর ইসলাম নামের দুই জন কে আটক করার সময় কৌশলে তৃতীয় একজন পালিয়ে যায়।পরবর্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আটককৃত আসামি দ্বয়কে আজ রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আরও একজন কে আটকের জন্য অভিযান অব্যহত আছে বলেও তিনি জানান।