ফুলবাড়ীতে দুই প্রার্থীর মধ্যে সংঘঙ্গে মৃত্যু ১

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ীতে  দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘঙ্গে ১(এক) জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর)  ফুলবাড়ী-নাগেশ্বরী মহা সড়কের বটতলায় মরদেহ নিয়ে অবরোধ সৃষ্টি করে হত্যাকারীদের শাস্তির দাবি জানান এলাকাবাসীরা।

স্থানীয়রা জানান , ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের ৩নং উত্তর রাবাইতারী গ্রামের প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী চাচা সাইফুল টিউবওয়েল ও ভাতিজা শাহজামাল তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় বটতলা বাজারে আসলে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই সদস্য প্রার্থী চাচা সাইফুল ইসলাম ও ভাতিজা শাহজামালসহ তাদের সমর্থকেরা একত্রিত হয়ে এলাকার মৃত আজগার আলীর ছেলে একই গ্রামের অপর সদস্য প্রার্থী মুকুলের বৈদ্যুতিক পাখা মার্কার সমর্থক বাবলুকে প্রচন্ড মারপিট করে। এ সময় তিনি মারাত্মক আহত হলে মঙ্গলবার সকালে নাগেশ্বরী শাফলা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকালে তিনি বাড়িতে আসলে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

বৈদ্যুতিক পাখার প্রতীকের সদস্য প্রার্থী মুকুল মিয়া মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন, আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। ঘটনার মীমাংসার জন্য ওই রাতে দফায় দফায় বৈঠক চলে নিহতের বাড়িতে। পুলিশ ও প্রশাসন ছুটে যান নিহতের বাড়ি। পরে প্রশাসন মরদেহ উদ্ধার না করে পরিবারকে দিয়ে চলে আসে।

বুধবার (২৪ নভেম্বর) এলাকার জনগণ জড়ো হয়ে দাফন না করে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ শুরু করে। রাস্তায় বাঁশ দিয়ে বন্ধ করা হয় যানবাহন। দুই ঘণ্টাব্যাপী উপজেলার রাবাইটারী এলাকার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে তাদের দাবি শোনার পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো   হয়েছে। তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।