সাপাহারে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২১ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর সাপাহারে  বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টায় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলকে  তার নিজগ্রাম কোচকুড়িলিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল  বৃহস্পতিবার  সকাল ৭ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।