খাগড়াছড়িতেই বিনামূল্যে অপারেশন-ডাঃ নয়ন ময় ত্রিপুরা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়িতে জন্মগতভাবে ঠোঁটকাটা, তালু কাটা ও আগুনে পোড়া জনীত বিকলাঙ্গ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে করা হবে অপারেশন।

খাগড়াছড়ি জেলার মধ্যে এমন রোগীদেরকে এখন থেকে সুচিকিৎসা দেয়ার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ নয়ন ময় ত্রিপুরা পরিচালিত Ortho Kids & Trauma Centre এর মাধ্যমে Chittagong Cleft Care এবং শিক্ষা উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় এসব রোগীদেরকে খাগড়াছড়ি সদরের লাইফ কেয়ার ও চেঙ্গী কাঁশবন প্রাঃ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।

 এ ব্যাপারে ডাঃ নয়ন ময় ত্রিপুরা জানান, করোনা প্রাদুর্ভাবের আগেও প্রতিমাসে একবার এ কার্যক্রম চলমান ছিলো। কিন্তু মাঝখানে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনানুযায়ী লকডাউন থাকার কারণে প্রতিমাসের আমাদের এই কার্যক্রম/ক্যাম্প সাময়িকভাবে স্থগিত ছিলো। এখন থেকে প্রতিমাসে একবার এই কার্যক্রম চলমান থাকবে। শুধু খাগড়াছড়ি জেলা থেকেই নয়, অন্যান্য জেলা থেকে এসেও যে-কেউ এই সেবা নিতে পারবেন।

আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর(৩দিন) সকাল সাড়ে ১০টা থেকে জন্মগতভাবে ঠোঁটকাটা, তালু কাটা ও আগুনে পোড়া জনীত বিকলাঙ্গ রোগীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন কার্যক্রম চলবে।