রংপুরে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২১ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে দৈনিক নবচেতনা পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে পর্যটন মোটেলের বিপরীতে স্নেহা নার্সিং কলেজ এর কনফারেন্স রুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক নবচেতনা পত্রিকার রংপুর ব্যুরো প্রধান শরিফা বেগম শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার। বক্তব্যে তিনি বলেন- গোবিন্দগঞ্জে ফ্যাক্টরী হচ্ছে, সৈয়দপুরে ফ্যাক্টরী হচ্ছে কিন্তু বিভাগীয় শহর রংপুরে কোন ফ্যাক্টরী হয় না। কারণ যোগ্য নেতৃত্ব, আমাদের রংপুরে নেতৃত্বের অভাবে আমরা অবহেলিত হয়ে পড়ে আছি। তাই রংপুরের উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সমান ভূমিকা পালন করতে হবে। দেশের সকল উন্নয়ন অবকাঠামো তুলে ধরতে হবে। সেই সাথে দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আগামীতে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করেন তিনি।

বিশেষ অতিথি বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ'র প্রতিষ্ঠাতা ও সুমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী বলেন- গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকর্মীরাই অজানা তথ্য এনে সমাজের সামনে তুলে ধরেন তারপরেই আমরা খবর জানতে পারি। রংপুরের উন্নয়নের জন্য গণমাধ্যমকারীদের ভূমিকা অপরিসীম, আগামীতেও তাদের ভূমিকা রাখতে হবে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে রংপুরের উন্নয়নের কথা তুলে ধরুন। দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই আমাদের কাম্য।

 স্নেহা নার্সিং কলেজ ও স্নেহা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম বলেন- সংবাদ কর্মীরাই আমাদের প্রতিদিন অজানা তথ্য সংবাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। আমি চাই দৈনিক নবচেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সামনের দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানেে আরো উপস্থিত ছিলেন - রংপুর বিভাগীয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান হামিম আবদুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক রণজিৎ দাস, দপ্তর সম্পাদক সুমন ইসলাম, অর্থ সম্পাদক মেহেবুব পারভেজ সুমন, সদস্য রবিন চৌধুরী রাসেল, বিজয় টিভির জেলা প্রতিনিধি কানিজ আফরোজ (কনা) চেতনা ৭১ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক মিজানুর রহমান বিপ্লব,দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাকির হোসাইন, জেলা প্রতিনিধি এম কে লিমা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আল- আমিন হোসেন, দৈনিক প্রথম খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদুল আলম, দৈনিক তিস্তা সংবাদ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোস্তফা মিয়া নবচেতনা পত্রিকার এজেন্ট স্বপন মিয়া প্রমুখসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।