খাগড়াছড়িতে শা‌ন্তিচুক্তির ২যুগ পূর্তিতে “ভ্রাম্যমাণ সঙ্গীত” রোড শো উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২যুগ পূর্তি উদযাপনের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে “ভ্রাম্যমান সঙ্গীত পরিবেশনা” রোড শো উদ্বোধন হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঞা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রমূখ।