খাগড়াছড়ির পানছড়িতে সালাউদ্দিনকে মারপিটের ঘটনায় আটক-১

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউপি ফাতেমানগর এলাকার সালাউদ্দিনকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। 

বুধবার(০১ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা পানছড়ি থানার এসআই নয়ন আচার্য্যর নেতৃত্বে পুলিশের একটি দল ফাতেমানগর এলাকা থেকে তাকে আটক করে। 

আটক জসিম ফাতেমানগর গ্রামের মো: সাহাব মিয়ার সন্তান। 

গত শুক্রবার(২৬ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটায়। রডের আঘাতে গুরুতর আহত সালাউদ্দিন মাথায় গুরুতর আঘাত নিয়ে গত ২৬থেকে ৩০নভেম্বর পর্যন্ত পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। তার পিতা ফজল আহম্মদ মৃত জরিফ আলীর ছেলে আবদুল কাদেরকে প্রধান আসামী করে ৬জনের নামে পানছড়ি থানায় এজাহার দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন আচার্য্য জানান, আটক জসিমকে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হয়েছে।