সাপাহারে সারি সারি বোতলে শোভা পাচ্ছে “লাকি ব্যাম্বু”

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

চোখ ফেরাতেই দৃষ্টি পড়ে বোতলের মাঝে রোপনকৃত সারি সারি সবুজে মন্ডিত দৃষ্টিনন্দন কিছু গাছ। আকারে ছোট হলেও যেন দৃষ্টি কাড়ার মতোই। টিনের চালার সাথে বোতল ঝুলিয়ে তাতে রোপন করা হয়েছে দৃষ্টিনন্দন “লাকি ব্যাম্বু”। বলছিলাম নওগাঁ জেলার অন্তর্গত সীমান্তবর্তী উপজেলা সাপাহারে অবস্থিত বরেন্দ্র এগ্রো পার্কের কথা। নানা রকম দেশী বিদেশী গাছের সমারোহে ভরপুর এই বরেন্দ্র এগ্রো পার্ক। যার মধ্যে উল্লেখযোগ্য “লাকি ব্যাম্বু”। 

লাকি ব্যাম্বু মূলত: দেখতে অনেকটা বাঁশ সাদৃশ। তবে এটি এমন একটা গাছ যার জন্য খুব বেশি আলো-বাতাসের প্রয়োজন নেই। যে কারো হুট করে চোখে পড়লে  বাঁশের চারা বলে মনে হবে। কারণ এর কাণ্ড, পাতা ও আকৃতি দেখতে অনেকটা বাঁশের মতোই। তবে লাকি ব্যাম্বু বাঁশের মতো ঝাড় না পাকিয়ে একই ভাবে বাড়তে থাকে। এজাতীয় গাছগুলো বেশিরভাগ দেখা যায় সৌখিন লোকজন ও বৃক্ষপ্রেমী মানুষদের অন্দরমহল, বাড়ীর আঙ্গিনা, ব্যালকনি,বেডরুম সহ বাড়ীর বিভিন্ন জায়গায়। লাকি ব্যাম্বু বাড়িতে রাখলে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হয় বলে জানা গেছে। আর স্বল্প আলোতে এটির উৎপাদন হবার ফলে বাসার যে কোন স্থানে গাছটি রাখা সম্ভব। অনেকে এই লাকি ব্যাম্বুকে ড্রেসেনা নামে চেনে। বেশিরভাগ লোকজন ধারণা করেন, লাকি ব্যাম্বু বা ড্রেসেনা বাড়িতে রাখা অনেকটাই শুভ লক্ষ্মন বহন করে। 

লাকি ব্যাম্বুর পরিচর্যার বিষয়ে জানতে চাওয়া হলে বরেন্দ্র এগ্রো পার্কের প্রতিষ্ঠাতা ও তরুণ কৃষি উদ্যক্তা সোহেল রানা বলেন, সাধারণত টবে পানি ঢেলে তাতে লাকি ব্যাম্বু রাখা হয়। গাছটি অনেকটা মানিপ্ল্যান্টের গাছের মতো। টবে সংরক্ষিত পানির দিকে খেয়াল রাখা বাঞ্ছনীয়। টবে থাকা পানি যদি কালচে হয়ে যায় কিংবা এতে যদি ভাসমান ময়লা দেখা যায় তবে পানি বদলে ফেলতে হবে । অনেক সময় এই পানিতে অ্যালগি সহ শ্যাওলা জন্মায়। সব সময় টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।প্রতি দুই সপ্তাহ অন্তর পানি বদলানো ও টব পরিষ্কারের কাজ করতে হবে। পাতা হলদে হয়ে গেলে সেই অংশ ছেঁটে ফেলে দিতে হবে। অন্যথায় পুরো  গাছ হলদে হয়ে ফিকে রং ধারণ করবে। যাতে করে গাছ নষ্ট হবার আশংকা রয়েছে। 

সচেতনরা বলছেন, বিভিন্ন ভাবে পরিবেশের অবক্ষয় হবার ফলে অক্সিজেনের মাত্রা কমছে। লাকি ব্যাম্বু বা ড্রেসেনা যেহেতু স্বল্প আলোতেই রোপন করা যায় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বসতবাড়ীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জন্য অন্যান্য বৃক্ষের পাশাপাশি নিজ বাড়ীর যে কোন স্থানে লাকি ব্যাম্বু রোপন করা উচিত।