ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেল লালমনিরহাট সরকারি কলেজের ২১ শিক্ষার্থী

এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:০৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

লালমনিরহাট সরকারি কলেজ হতে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ২১জন শিক্ষার্থী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগপ্রাপ্ত পাঁচজন হলেন- লোকমান হাকিম ( মানবিক),ঢাকা বিশ্ববিদ্যালয়, মাহমুদুল হাসান ( মানবিক), ঢাকা বিশ্ববিদ্যালয়, শ্রী পলাশ চন্দ্র ( মানবিক), ঢাকা বিশ্ববিদ্যালয়, রবিউল ইসলাম ( বিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয়, অভিজিৎ চন্দ্র ( বিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহেল সাকিব ( বিজ্ঞান) ঢাকা বিশ্ববিদ্যালয় 

লালমনিরহাট সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র জোবারের মাহিম সুযোগ পেয়েছে রুয়েটে অধ্যয়ন করার। 

তৌহিদুর রহমান তৌফিক( বিজ্ঞান)  রংপুর মেডিকেল কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে দুজন- রবিউল ইসলাম ( মানবিক) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবুজ মিয়া ( ব্যবসায় শিক্ষা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তিনজন- রবিউল ইসলাম রবি ( মানবিক)  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, মাইদুল ইসলাম ( বিজ্ঞান)  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, শ্রী সুজিত চন্দ্র ( মানবিক), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় 

লালমনিরহাট সরকারি কলেজে অধ্যয়ন এর পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে দুজন- নাসির রায়হান ( বিজ্ঞান)  রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসমাম জাহিন ( বিজ্ঞান) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

গুচ্ছ বিভাগে সুযোগ পেয়েছে মোট পাঁচজন তারা হলেন- শিশির মিয়া ( বিজ্ঞান), মহানন্দ চন্দ্র ( মানবিক)  গুচ্ছ, আব্দুর রহমান ( ব্যবসায় শিক্ষা), এমরান হোসেন অপু ( মানবিক), শ্রী চিরঞ্জিত চন্দ্র ( বিজ্ঞান)

লালমনিরহাট সরকারী কলেজ থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে মো.নুরনবী ইসলাম ( বিজ্ঞান)।

রোববার (৫ডিসেম্বর) কলেজ কর্তৃপক্ষ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।