খাগড়াছড়িতে ৫ম ধাপের নির্বাচনে ৫ইউপিতে নৌকার মাঝি যারা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউপিতে আগামী ৫জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

রবিবার(০৫ ডিসেম্বর) আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন, ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা, ২নং কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মার্মা, ৩নং গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা, ৪নং পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা এবং ৫নং ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা।

খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউনিয়নের ২ইউপিতে নৌকার মাঝি হয়ে নতুন মুখ এসেছে

১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞান দত্ত ত্রিপুরা, ৩নং গোলাবাড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উল্লাস ত্রিপুরা। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৯ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ডিসেম্বর। আপিল ১৩ থেকে ১৫ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ডিসেম্বর।

 খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ৫ম ধাপে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউপিতে আগামী ৫জানুয়ারী  অনুষ্টিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।