সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

 “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার,  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ও নারী উদ্যক্তা ইস্ফাত জেরিন মিনা প্রমুখ।

আলোচনা সভা শেষে  ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।