মানিকছড়িতে এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ির মানিকছড়ি  তুলাবিল এলাকায় মো. আল আমিন (১৮) নামের এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে জানা গেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।নিহত আল আমিন  ওই এলাকার বাসিন্দা মো. সোলায়মানের একমাত্র ছেলে। 

জানা যায়, পরিবারের অভাব অনটনের কারনে পরাশোনার পাশাপাশি রং মিস্ত্রীর কাজ করতো আল আমিন। পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে পরিবারের লোকজনের অগোচরে সে  নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক আক্কাস আলী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।