রংপুরে সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের বিভাগীয় সভা অনুষ্ঠিত

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:৩১ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর আলমনগর সবজি বীজ উৎপাদন খামার (বিএডিসি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আট দফা দাবি বাস্তবায়নে সভায় গুরুত্বারোপ করে অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি সেলিম রেজা। প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আইন বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় আহবায়ক পরিষদের সদস্য সচিব একে এম ইলিয়াস মাহমুদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- রংপুর জেলার আহবায়ক শাহিনুর আলম রাজু, কুড়িগ্রাম জেলার আহবায়ক সিরাজুল ইসরাম রাফি, গাইবান্ধা জেলার আহবায়ক আব্দুল কালাম আজাদ, লালমনিরহাট জেলার আহবায়ক মোক্তার হোসেন, শরিফ মিজানুর, দিনাজপুর জেলার জেসমিন আক্তার, নীলফামারী জেলার আহবায়ক সেলিম আক্তার, ঠাকুরগাঁও জেলার আহবায়ক গোলাকুল ইসলাম, পঞ্চগড় জেলার হুমায়ন করিব।

প্রতিনিধি সভায় তুলে ধরা আট দফা দাবিগুলো হলো, স্থায়ী পে কমিশন গঠন করে ৯ম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে-স্কেল বাস্তাবায়নের পূর্বে অন্তর্র্বতীকালীন সময় যৌক্তিক পরিমাণে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তাবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করে ব্লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পূন্যবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের বাহিরে সকল দপ্তর, অধিদপ্তর এবং অধিদপ্তর এবং পরিদন্তরে পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী পুর্ণনির্ধারণ করতে হবে। নি¤œ বেতন ভোগীদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। বিদ্যামান গ্র্যাচুইটি, অনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ পূননির্ধারণসহ পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকা সমান ৫০০ টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদের নাম ও গ্রেড একীভূত করতে দাবি জানান তারা।

আলোচনা সভা শেষে ফোরামের রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমিনরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।