পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন-উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালন করা হয়েছে।রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ টাউন হলে এসে শেষ হয়। 

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা মহিলালীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নবিউল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান মিজান ও মুজাহিদুল ইসলাম রিন্টু প্রমুখ।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।