বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

বান্দরবান  পার্বত্য জেলার সদর উপজেলায় পুশৈ থোয়াই মারমা(৪২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) এক নেতার লাশ পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে।

সোমবার(১৩ ডিসেম্বর) সকালের দিকে চন্দ্রঘোনা সড়কের আমতলীতে পাহাড়ের মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার রাতে চেমী ডলুপাড়া বাজারে এসে কয়েকজন অস্ত্রধারী পুশৈ থোয়াইকে নিয়ে যায়। রাতের কোন একসময়ে তার মাথার এক পাশে গুলি করে হত্যা করা হয়। পরে লাশ পাহাড়ের ঢালুতে মাটি চাপা দিয়ে রাখে।

পরে স্থানীয়রা খবর দিলে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়ার অংসা চিং মারমার ছেলে। তিনি জেএসএস বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে জনসংহতি সমিতির বান্দরবান জেলা সাধারন সম্পাদক ক্যবামং জানান, তথ্যটি এখনো আমার কাছে পরিষ্কারভাবে আসেনি। তবে সে মারা গেছে ।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করতে আসেনি।