রংপুর মডেল কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুর মডেল কলেজে ১৪ ডিসেম্বর’২০২১ শহিদ বুদ্ধিজীবী দিবস সরকারি বিধি মোতাবেক যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজ হলরুমে অর্থনীতি বিভাগের প্রভাষক, মাহমুদুর রহমান শিমুল এর সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্টানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন- উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির শিক্ষার্থী মাসুদা পারভীন মলি, আরজিনা আক্তার, শাহরিয়ার আহম্মেদ শিশির, আব্দুর রহমান শান্ত, ইমরান হোসেন, সাজিদ মিয়া, শিমলা আক্তার। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরা আকতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আতিকা বেগম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এ.কে.এম জিকরুল ইসলাম। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অত্র কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করা হয়।