রাঙামাটির কাউখালীতে যৌথবাহিনীর সোর্স সন্দেহে ইউপিডিএফ কর্তৃক ২গ্রামবাসী অপহৃত

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালিতে যৌথবাহিনীর সোর্স সন্দেহে ২গ্রামবাসীকে অপহরণ করেছে ইউপিডিএফ।

মঙ্গলবার( ১৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দূর্গম কজইছড়ি এলাকা তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে। 

জানা যায়, গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার দূর্গম কজইছড়ি পাড়ার নিজ বাড়ীতে অবস্থানকালে হেমন্ত চাকমার ছেলে শ্যামল চাকমা(৩০), বিমেলেন্দু চাকমার ছেলে শান্তিময়(৪০) কে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় ইউপিডিএফর সশস্ত্র গ্রুপ। গত ২৮নভেম্বর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা ও যৌথবাহিনীর সোর্স সন্দেহে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

সূত্রে জানা যায়, গত স্থানীয় নির্বাচনে ঘাগড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, জেএসএস ও ইউপিডিএফ ভিন্ন ভিন্ন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করে। এতে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দীন জয়লাভ করে। নির্বাচনের সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ’র আশর্বাদপুষ্ট জগদিস চাকামা পরাজিত হয়। এতে চরম ক্ষিপ্ত হয় দলটির শীর্ষ নেতারা। নির্বাচন পরবর্তী বড় ধরনের কোন সহিংসতার ঘটনা না ঘটলেও জেএসএস ও নৌকার পক্ষে কাজ করা ব্যাক্তিদের চিহ্নিত করে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে ইউপিডিএফ'র বিরুদ্ধে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদ উল্লাহ পিপিএম এবিষয়ে অবগত নয় বলে জানান। 

এপর্যন্ত অপরহ্নতদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তা অনিশ্চিত।