কুড়িগ্রামের ফুলবাড়ীত ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীর জেল

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

শরীরে মাদক রাখার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুই মাদক সেবীকে ১ মাস করে  বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যকের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। 

আটককৃতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার চকলাকমান গ্রামের জিনাতুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (৩২)ও শাহাজানপুর উপজেলার বজাড়া উত্তর পাড়া গ্রামের চান মিয়া প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৪২)। আটককৃতরা তাদের আত্মীয়র বাড়ীতে বেড়াত এসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর (ডিএনসি) নিকট আটক হন।  

কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আছাদুল হক জানান,  ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী জ্যাতিদ্র নারায়ণ এলাকায় ওই দুই মাদক সেবীকে হাতেনাতে আটক করে। এ সময় দেহ তল্লাশী করে দুই জনের কাজ থেকে ১২০ গ্রাম গঁাজা জব্দ করা হয়। পরে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন ।