রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাসে আগুন

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রাঙামাটি পার্বত্য জেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে রইলুই পুলিশ চেকপোস্টের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর্যটকবাহী একটি নোয়া মাইক্রোবাস আগুন লেগে পুড়ে গেছে। 

সোমবার(২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক রুইলুই ভ্যালীতে যাওয়ার পথে সাজেক পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।এসময় পর্যটকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসায় কোন  হতাহতের ঘটনা ঘটেনি। 

গাড়ির চালক সৌরভ জানান, গাড়ীর ইঞ্জিন গরম হয়ে শর্টসার্কিটে সিলিন্ডারে আগুন লাগতে পারে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আনোয়ার জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাসটি খাগড়াছড়ি জীপ সমিতির।