রামগড় ২নং পাতাছড়া ইউপির ৬নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মো. ইউনুছ জনপ্রিয়তার শীর্ষে

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

আসন্ন চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফুটবল প্রতীকে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মো. ইউনুছ(বর্তমান মেম্বার)।

সোমবার(২০ ডিসেম্বর) সরেজমিনে এলাকার ৬নং ওয়ার্ড ঘুরে এ চিত্র পরিলক্ষিত হয়েছে।সাধারণ মানুষের কাছে বর্তমান মেম্বার হিসেবে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।  এবারও জনগণ তাঁকে নির্বাচিত করলে তাদের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন ও করছেন সাধারণ মানুষকে। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন, তিনি সবসময় এলাকার সকল বিপদে আপদে জনসাধারণের পাশে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।

আসন্ন ২৬ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মো. ইউনুছকে ৬নং ওয়ার্ডে পূণরায় মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী।

মো. ইউনুছ(মেম্বার) বলেন, জনগণ আমাকে মেম্বার নির্বাচিত করায় জনগনের সেবায় নিয়েজিত থেকে এলাকার উন্নয়নের সুযোগ পেয়েছি। এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণসহ এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার শতকরা নব্বই ভাগ কার্ড সম্পন্ন করে দিয়েছি। তাছাড়া প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের ১৮টি উপহার ঘর এলাকার হত-দরীদ্র অসহায় ভূমি ও গৃহহীনদের জন্য স্বচ্ছতার সাথে নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করেছি।

এবারও জনগণ আমাকে মেম্বার নির্বাচিত করলে বর্তমান মেম্বার হিসেবে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার অসম্পূর্ণ কাজ গুলি শতভাগ সম্পন্ন করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয় যাবো।

এবারও জনগণ আমাকে নির্বাচিত করলে  উন্নয়নমূলক কাজের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার ৬নং ওয়ার্ডকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করবো। 

তিনি বলেন, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা।এলাকার বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে সুখে দুঃখে পাশে থাকতে আবারও এলাকাবাসীর সমর্থন চাই।

এজন্য আপনাদের সবার দোয়া-আশির্বাদ ও ভালোবাসাপূর্ণ সমর্থন একান্তভাবে কামনা করছি।