পীরগাছায় চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২৮ জুন ২০২১ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪



রংপুরের পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তীক চাষীদের রোপা আমন ফসলের প্রণোদনা কর্মসুচী বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

২০২০-২০২১ অর্থ বছরে ২০২১-২২ খরিপ-২ মৌসুমে উপজেলার এক হাজার ৩শ ৬০ জন কৃষককে উপশী ও উচ্চ ফলনশীল (হাইব্রীড) জাতের ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।