পত্নীতলার ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের প্রার্থী আলামিন আলোচনায় ভাসছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর পত্নীতলায় ৫ম ধাপে আসন্ন ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে পত্নীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের আলামিন সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন। মাইক প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

পত্নীতলায় এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকায় ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, আল আমিন উপজেলার শম্ভুপুর গ্রামের মোজাম্মেল হোসেনের সন্তান। । আলামিন বলেন আমি জনগণের সেবক হতে চাই।

তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষ আমাকে ভালবাসে আমার বিশ্বাস মানুষ আমাকে ভোট দিবেন, কোথাও বৈষম্যের শিকার না হলে, আমি শতভাগ আশাবাদী বিজয় লাভ করব ইনশাআল্লাহ্।

পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহিদুর রহমান এ প্রার্থীর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন।