রংপুরে লাইট হাউজের উদ্যোগে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভা অনুষ্ঠিত

আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি আপেল মাহমুদ, রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

রংপুরে লাইট হাউজের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভা হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রংপুর সিভিল সার্জন হলরুমে আইসিডিডিআরবি ব্যবস্থাপনায় লাইট হাউস এর আয়োজনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় এর সভাপতিত্বে শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন রংপুর সাব-ডিআইসি ইনচার্জ মোঃ শাহাবুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় টিবি এক্সপ্যান্ট ডাঃ রানা চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ ফাতেমা, রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, এ্যাডভোকেট শারমিন, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়, রংপুর স্বাস্থ্য অধিকারের সভাপতি বেলাল আহম্মেদ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলীভারী প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক শামীম আহমেদ। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি রুপা খাতুন, সাংবাদিক টিপু সুলতান, সাংবাদিক বিপ্লবসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন।

সভায় সঞ্চালনা করেন রংপুর বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামতলা মসজিদের পেশ ইমাম হাফেজ মো আবু হানিফ। গীতা পাঠ করেন পল্লব চক্রবর্তী।

যানা গেছে- বাংলাদেশে ২০২১ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে সংক্রমিত হয়েছে ৮৭৬১ জন। আর শুধু ২১ সালে নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে ৭২৯ জন। ২১ সাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮৮ জন। শুধু ২১ সালে মৃত্যু বরণ করেন ২০৫ জন।