পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নওগাঁর পত্নীতলায় আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পরে থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় পোস্টার লাগানো শুরু করে দিয়েছে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ ও বাড়ী বাড়ী গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

শুক্রবার বিকালে উপজেলার ৮নং নজিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাদৌড় গ্রামে সরেজমিনে দেখা যায় ওই ওয়ার্ডের ৭ জন সাধারন সদস্য, ৩ জন সংরক্ষিত সদস্য ও ২ জন চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার দেখা গেছে তবে এখানে কারো পোস্টার ছেঁড়া, অফিস ভাঙচুর বা কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।

নজিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যানের নৌকা প্রতীক , সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টুর ঘোড়া প্রতীক, ইসলামী আন্দোলন মনোনীত আফজাল হোসেনের হাতপাখা প্রতীক। সংরক্ষিত সদস্য পদ প্রার্থী খুসি খাতুনের বক প্রতীক, শামসুন্নাহারের বই প্রতীক, ফাইমা বেগমের তালগাছ প্রতীক।

সাধারণ সদস্য পদের প্রার্থী বর্তমান ইউপি সদস্য মানিক সরকারের টিউবওয়েল প্রতীক, সাবেক ইউপি সদস্য রনজিৎ কুমারের মোরগ প্রতীক,আব্দুল লতিফের ফুটবল প্রতীক, সিদ্দিক হোসেনের ভ্যানগাড়ী প্রতীক, মুক্তার হোসেনের তালা প্রতীক, দিলিপ কুমারের আপেল প্রতীক, শরিফুল ইসলামের ফ্যান প্রতীক রাস্তার মোড়ে গ্রামের মূল পয়েন্টে দড়িতে আটা দিয়ে লাগিয়ে সারিবদ্ধ ভাবে টানানো হয়েছে।

এই ওয়ার্ডে নারী ভোটার ৪৩২ ও পুরুষ ভোটার ৪৩৪ মোট ৯৬৮ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যানে পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেবল নজিপুর ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নের ভোট গ্রগন অনুষ্ঠিত হবে।