রামগড়ে পাহাড় কাটার অপরাধে ১ব্যক্তিকে ৬০হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২২ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার নজিরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন(৫৫) নামে এক ব্যক্তিকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন পৌরসভার নজিরটিলার মো. আবদুল হকের ছেলে।

জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ মতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জসিম উদ্দিনকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।