পলাশবাড়ী থানা পুলিশের গাড়ী চেকিংকালে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২২ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গাড়ী চেকিংকালে ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা'র সার্বিক তত্ত্বাবধানে এসআই হৃষিকেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে এএসআই মোঃ জাহিদ হাসান, এএসআই মোঃ রেজাউল করিম, কং/৪৪৮ মোঃ মাহবুবুর রহমান, ড্রাই কং/৩৮৭ মোঃ সোলায়মান, গাড়ি চেকিং করাকালে ১৭ জানুয়ারি সোমবার বিকাল ৪ ঘটিকার সময় রংপুর-ঢাকাগামী নিউ পিংকি পরিবহনে থাকা মাদক ব্যবসায়ি আশরাফুল আলম (৩৬) কে আটক করে ও এ মাদক ব্যবসায়ীর হেফাজত থাকা  ৩৪ (চৌত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।  


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম (৩৬), রপুর মহানগরের পরশুরাম থানার খটখটিয়া গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে। 


বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা নং-১৬, তারিখ-১৭/০১/২০২২, ধারা-৩৬(১) সারনির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ দায়ের করা হয়েছে।