খাগড়াছড়ির দীঘিনালায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২২ | আপডেট: ১২:৫৮ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও। শুক্রবার(২১ জানুয়ারি) ১নং মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামে আব্দুল জলিলের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

জানা যায়, উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামের আব্দুল জলিলের মেয়ে জামেনা আক্তার(১৪) এর সাথে একই গ্রামের তালেবের ছেলে আল-আমিন(১৮) এর বিয়ে ঠিক হয়। শুক্রবার(২১ জানুয়ারি) বিবাহের আয়োজন করা হয়। বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ বন্ধ করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

এ বিষয়ে তিনি বলেন, মোবাইল কোর্টে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ সময় মেয়ের বাবা আবদুল জলিল ক্ষমা প্রার্থনা করায় মুচলেকা নেয়া হয়।

বাল্যবিবাহের বিরুদ্ধে দীঘিনালা উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।