দিনাজপুর জেলা বিএনপি’র আসন্ন কাউন্সিলে কে হবে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

দীর্ঘদিন প্রায় ১২ বছর পর আগামী ২৮ মার্চ-২০২২ তারিখ দিনাজপুর জেলা বিএনপি’র কাউন্সিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আর এই কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন।

দিনাজপুর জেলা বিএনপি’র সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের ২৬ জানুয়ারী। এর পর ২০১৬ সালের ২৬ আগষ্ট ওই কমিটি ভেঙ্গে দিয়ে এজেডএম রেজওয়ানুল হককে আহবায়ক, অন্য ১১ জনকে যুগ্ম আহবায়ক ও ১১৯ জনকে সদস্য করে মোট ১৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই আহবায়ক কমিটি দিয়েই এতদিন দিনাজপুর জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। 

গত ২৫ ফেব্রুয়ারী-২০২২ তারিখ জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ড্যাব নেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন’র উপস্থিতিতে আহবায়ক কমিটির এক জরুরী অনুষ্ঠিত হয়। ওই সভায় ডাঃ এজেডএম জাহিদ হোসেন আগামী ২৮ মার্চ জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। এর পর থেকেই নেতাকর্মীরা সরব হয়ে উঠেন। কে হবেন জেলা বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ নিয়ে আলাপ-আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীরা। এসব পদে ইতোমধ্যে প্রার্থী হতে আগ্রহী অনেকের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি’র অপর যুগ্ম আহবায়ক জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান বাবু, আরেক যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,  সিনিয়র আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি সাবেক এমপি এ্যাড. মোঃ আব্দুল হালিম ও দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমজাসেবক আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।


সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি’র অপর যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন খান ও অপর যুগ্ম আহবায়ক উদীয়মান তরুন নেতা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, দিনাজপুর পৌর কমিটির সাবেক আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি।


সাংগঠনিক সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপি’র বর্তমান যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের বর্তমান সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেবিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ আব্দুল মোন্নাফ মুকুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহজালাল রোজ ও দিনাজপুর কোতয়ালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চেহেলগাজী ইউনিয়ন পরিষদের পরপর তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাদশা। 


দিনাজপুর জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের ও তাদের সমর্থক নেতাকর্মীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।