পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি: আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ২৯ জুন ২০২১ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪



গাইবান্ধার পলাশবাড়ীতে আমন চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও রায়সানিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান নয়ন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুল ইসলাম ও কৃষকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাপুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   


কর্মসূচীর আওতায় ৬'শ ৩৫ জন কৃষকের মধ্যে আমন ধানবীজ ও সার বিতরণ করা হয়। তন্মধ্যে ৫'শ ৬৫ জনকে ৫ কেজি উপশী আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। ৭০ জনকে ২ কেজি হাইব্রিড আমন ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।