সাদুল্লাপুরে গৃহহীনদের ঘর পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২১ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২১

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বরাদ্দ দেওয়া নতুন ঘরগুলো পরিদর্শন করলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে গিয়ে ঘরগুলো পরিদর্শন করেন এবং ঘর পাওয়া সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে হতদরিদ্র পরিবারের জন্য সাদুল্লাপুর উপজেলায় দুই দফায় মোট ৩৭৯টি ঘর নির্মাণ করা হয়েছে।