ধামইরহাটে লকডাউন জোরদারে সেনাবাহিনীর টহল, বিধি অমান্য করায় জরিমানা

আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি আবু মুছা স্বপন,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

সারা দেশের মতো নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনীসহ সেনাবাহিনীর ত্রি-মুখী টহল জোরদার করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দিনভর মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন।

আজ বৃহৃস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধি অমান্য করায় ৩ জনের ১ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ। এ সময় ধামইরহাট থানার সেকেন্ড অফিসার এস.আই সামসুল আলম, মোবাইল কোর্টের পেশকার মেহেদী হাসানসহ সেনা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ও সদস্যগণ।