রামগড়ে ১৪ জন লকডাউন অমান্যকারীকে থানায় সোপর্দ

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ভ্রাম্যমাণ আদালত করোনায় সরকার নির্দেশিত চলমান কঠোর লকডাউনে রাস্তায় অযথা ঘোরাফেরা, মাস্ক না পড়া, মোটর সাইকেল চালানোর দায়ে ৩টি মোটরসাইকেল ও ১৪ ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। 

পরে সংক্রমণ আইন অনুযায়ী ১৪জনকে ৭হাজার ২০০টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত  রামগড় বাজারসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এসময় উপস্থিত ছিলেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুজ্জামান, পুলিশ সদস্যবৃন্দ। 

রামগড়  উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, করোনায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। লকডাউনে সরকারি নিদের্শেনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতে দন্ড প্রদান অব্যাহত থাকবে।