ঘোড়াঘাট পৌর সভার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২১ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২১

ঘোড়াঘাট উপজেলার পৌর সভার ৯ নং ওয়ার্ডের নূরজাহানপূর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম।

সোমবার (৫ জুলাই) দুপুরে আশ্রায়ন প্রকল্প পরিদর্শন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওয়াতায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের কেউ যেন গৃহহীন না থাকে।


সে লক্ষ্যে পৌর সভার নূরজাহানপূরে ৯৫ শতাংশ জায়গার উপর দৃষ্টি নন্দন ৪৫ টি ঘর নির্মাণ করার লক্ষে ৪০ টি ঘর তৈরীর কাজ চলছে বাকী ৪ টি ঘর নির্মাণ সামগ্রী রাখার কারণে পরবর্তিতে করা হবে বলে জানান।

তিনি আরও বলেন, প্রতিটি গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ জন্য দুই শতাংশ জায়গার উপর দুটি কক্ষ ছাড়াও সেই ঘরের সামনে থাকছে বারান্দা, পেছনে রান্নাঘর এবং টয়লেট।