ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরিত হয়ে হাসকিং মিলের এক শ্রমিকের মৃত্যু

মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২১ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ১১ জুলাই ২০২১

দিনাজপুর ঘোড়াঘাটে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে এলারস হেমরোন(৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুলাই) দুপুরে উপজেলার ১ নং বুলাকী পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।এলারস হেমরোন বুলাকী পুরের মৃত চুনু হেমরোনের ছেলে।

সরেজমিন গিয়ে জানাযায় , দুপুরে বুলাকী পুর কানাগাড়ি বাজার সংলগ্ন এলাকার আসাদুল ইসলামের মা হাস্কিং মিলে ছয়জন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। হঠাৎ মিলের বয়লারটি বিস্ফোরিত হয়ে ২০০ গজ দূরে এক বাঁশ ঝাড়ের পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলে এলারস হেমরোনের মৃত্যু হয়।এসময় অন্য কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ইউনুস আলী নামের চাতাল শ্রমিক জানান,এলারস হেমরোন ধান সিদ্ধ করার জন্য বিদ্যুৎ চালিত তুস মেশিন দিয়ে চুলায় তুস দিচ্ছিলো আর আমরা তখন সিদ্ধ ধান হান্ডি থেকে নামাচ্ছিলাম হঠাৎ  দুপুর অনুমানি ১:০০ টার সময় বয়লার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এলারস হেমরোনের মৃত হয় বলে জানায়।

এব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান,ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠায় এবং লাশ থানায় নিয়ে আশা হয়েছে। সেই সাথে আইনগত ব্যাপার প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।