কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় মহিলা ইউ পি সদস্যর ছেলের মৃত্যু

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি:
এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি: এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

 কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ছলিমা বেগমের  ছেলে প্রতিবন্ধী জাহিদ (১৯) মৃত্যু হয়েছে।

ঘটনা স্হলে যেয়া জানা যায় যে, আজ রবিবার  (১৪জুলাই) সকাল ৯ ঘটিকায় মহিলা সদস্য ছলিমা বেগমের কাছে তার ওয়ার্ডের জনসাধারণ  এসে ভিজি এফ এর চালের কার্ড চায়।সেই সময় তাদের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয়। আর ঐ ঝগড়া সৃষ্টি হয় ইউপি সদস্য ছলিমার বাড়ি যাওয়ার রাস্তায় আর সেই রাস্তার সঙ্গেই বাড়ি কাশেম আলী(৩০) সে কোন কিছু না শুনে ইউপি সদস্য ছলিমা বেগম ও তার প্রতিবন্ধী ছেলে জাহিদকে মারধর করে। তাতে ইউপি সদস্য মাথা ফাটিয়ে যায় এবং তার প্রতিবন্ধী ছেলে জাহিদের  চোখের উপরে টিউমারে লাগে গুরুত্বর অসুস্থ হয়।  এবং সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাদের দুজনকে  কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।   কিছুক্ষণ পরে প্রতিবন্ধী জাহিদের মৃত্যু হয়। এবং তার মা ইউপি সদস্য ছলিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।                                                                               

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার (ওসি) সৈয়দা জান্নাত আরা জানান, ঘটলা স্হলে পুলিশ পাঠানো হয়েছে  উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।