মানিকছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় হামলা, আহত-৩

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সাপমারা নোনাবিল এলাকায় ধান্য জমির পাড় কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) সকালে চাষাবাদের জন্য ধান্য জমির পাড় কাটতে গেলে এ হামলার ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার নোনাবিল এলাকার আব্দুল হালিম তার দুই ছেলেকে নিয়ে ধান্য জমিতে কাজ করতে গেলে পার্শ্ববর্তী টিলায় বসবাসরত পূর্ণ কুমার ত্রিপুরা ও তার ছেলে বিমুল কুমার ত্রিপুরা তাদের উপর হামলা করে। 

এসময়, আব্দুল হালিম(৫০) ও তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত(১৪), রিফাত ইসলাম(১৬)কে কুপিয়ে গুরুতর আহত করে। 

পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং আব্দুল হালিম ও তার ছেলে রফিকুল ইসলাম শান্তর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) প্রেরণ করা হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহানূর আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।