রামগড়ে বিষাক্ত সাপের কামড়ে শিশুর মৃত্যু

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২১ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সাপের কামড়ে তাহমিনা আক্তার(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার(১৩ জুলাই) সকালে উপজেলার ১নং ইউনিয়নের দক্ষিন লামকুপাড়া এলাকার মো: আবু তাহের এর মেয়ে তাহমিনা আক্তারকে সাপ কামড় দেয়। সাপের কামড়ে আহত শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে না নিয়ে স্থানীয় কবিরারাজী চিকিৎসা নেয় শিশুটির পরিবার।

পরে অবস্থার অবনতি হলে দুপুরের পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতিক সেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সাপে কাটা তাহমিনা নামের এক শিশুকে তার পরিবার অনেক দেরি করে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।