পীরগাছায় নতুন করে করোনা শনাক্ত ৭

একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২১ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২১

রংপুর জেলার পীরগাছায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন উপজেলার বিরাহিম গ্রামের নুরুল ইসলাম (৬৫) ও আব্দুর রশিদ (৪৫), বালাপাড়া গ্রামের তারিকুল ইসলাম (২৭), সেচাকান্দি গ্রামের জগদীশ চন্দ্র (৪০), জগজীবন গ্রামের লুৎফর রহমান (৫২), আলাদীপাড়া গ্রামের তাহমিনা আক্তার (৪৫) এবং প্রতিপাল গ্রামের রাসেল মিয়া (৩৮)। 

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পীরগাছা উপজেলায় গত বছরের ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৩০৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৬জন।