কুড়িগ্রামে শুরু হলো অনলাইন গরুর হাট

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২১ | আপডেট: ৯:৫৫ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

কুড়িগ্রামে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো অনলাইন গরুর হাট। বৃহস্পতিবার দুপুরে অনলাইন এই হাটের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ: আব্দুল হাই, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম খরব সম্পাদক ছানালাল বকসী, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমূখ।

জেলা প্রশাসক মোঃ: রেজাউল করিম জানান, কোভিট-১৯ পরিস্থিতিতিতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যাগ নেয়া হয়েছে। এই অনলাইন হাট থেকে যে কেউ গরু কিনতে এবং নিবন্ধন করে বিক্রি করতে পারবেন।

এই হাটের অনলাইন ঠিকানা: kurigramonlinehat.com অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার ইউএনও, উপজলা প্রাণী সম্পদ কর্মকর্তা, খামারী, উদ্যোক্তা বিভিন শ্রেণীর পেশার মানুষ যুক্ত ছিলেন।

অনলাইন হাটের কারিগরী সহযোগিতা করেছে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম নামের একটি বেসরকারী সংগঠন।