নড়াইলে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪

নড়াইলে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে সেবামূলক সংগঠন ‘উজালা ফাউন্ডেশন’।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নড়াইল কালেক্টরেট স্কুল মিলনায়তনে ঈদ উপহার প্রদান করা হয়। নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার ৬০টি অসহায় পরিবারকে ঈদ উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজির আলী, উপদেষ্টা আবুল হোসেন ও মিজানুর রহমান, যুগ্মমহাসচিব ফিরোজ মিনা, সদস্য জুয়েল শেখ, রিয়াজ শেখ, সোহাগ ফকিরসহ অনেকে।

উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান উজির আলী বলেন, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেবামূলক সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। করোনা সংকটে গণমানুষের পাশে থাকার চেষ্টা করছি।

উজালা ফাউন্ডেশন ‘মাটি ও মানুষের’ সংগঠন। ফাউন্ডেশনটি ২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত।