কমলছড়িতে করোনায় কর্মহীন ৬ শত ৩৫ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা ভিজিএফ'র চাউল বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১

খাগড়াছড়ির কমলছড়িতে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হত-দরিদ্র ৬৩৫পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা ভিজিএফ'র চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার(১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬৩৫জনকে ১০কেজি করে চাউল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার রিয়াসাদ উদ্দিন পরিসংখ্যান কর্মকর্তা, ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউপ্রু মারমা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯নং ওয়ার্ড সদস্য সচিন চাকমা, সদস্য আবু তালেব প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে ২নং কমলছড়ি ইউপি চেয়ারম্যান সাউপ্রু মারমা বলেন,  কোভিড-১৯ এর কারনে করোনায় কর্মহীন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরন কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু হয়েছে। 

বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়াতে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট। 

এসময় চেয়ারম্যান সকল উপস্থিত জনগেনের প্রতি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা বিনিময় ও সকলের মঙ্গল কামনা করেন।