গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপজেলা কমিটি অনুমোদন

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২১ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ১৮ মে ২০২৪

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন "বঙ্গবন্ধু ফাউন্ডেশন"-এর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার  পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অধ্যক্ষ একেএম আব্দুন নূর-কে সভাপতি এবং অ্যাডভোকেট মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মীর এম এম শামীম, গাইবান্ধা জেলার সিনিয়র সহ-সভাপতি প্রমোতষ সাহা এবং সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন সরকার। 

কমিটি অনুমোদন প্রাপ্তির পর সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা জুলিও কুরিও পদকে ভূষিত- বাংলাদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সুযোগ্য কন্যা “মাদার অব হিউমিনিটি”,গণতন্ত্রের মানস কন্যা, আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার ও ডিজিটাল বাংলার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষকে একটি সুখী এবং সমৃদ্ধিশীল দেশ উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে কর্মসূচি এবং পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন সে পরিকল্পনা ও কর্মসূচিকে বাস্তবায়নের করার জন্য “বঙ্গবন্ধু ফাউন্ডেশন” গাইবান্ধা জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মী সক্রিয়ভাবে সহযোগিতা করবে।  

তারা বলেন, তাদের উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক,  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ঠান্ডু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী  মীর এম এম শামীমকে গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. শাজাহান সিরাজ, অধ্যাপক মো. আবু তাহের, মো. শহিদুল ইসলাম প্রধান, অ্যাড. ভবেশ চন্দ্র সরকার, মো. তোফাজ্জল হোসেন সরদার; সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হাসান (রাসু), কাজী মো. আসাদুজ্জামান উল্লাস; সাংগঠনিক সম্পাদক মো. বদরুজ্জোহা সরকার (সবুজ), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান রিগেন, মো. সাজেদুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মো. নমীর উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন সরকার, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান রুবেল, সহ-দপ্তর সম্পাদক মো. ফছিয়ার রহমান প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোশারফ হোসেন মিনার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক বাবু লাল চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক মোছা. রাফিয়া আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শামীম মণ্ডল, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শামীম রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন প্রধান (টিটন), সহ-যুব ও ক্রী বিষয়ক সম্পাদক মো. সাইদ ইমরান চৌধুরী (নোমান), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোছা. আফরুজা বেগম, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. মঞ্জুরুল কবির শাহীন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. খাদেমুন নেছা মেরিনা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. মেহের আফরোজ মিথিলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আবু ওবায়দা মো. মোস্তন সের বিল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিন্নাহ মণ্ডল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মো. মামুন হাসান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছা. মাহমুদা খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. শাহজাহান আলী সরকার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান মণ্ডল শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, ঐতিহ্য বিষয়ক সম্পাদক খন্দকার মো. মোস্তাফিজুর রহমান আঙ্গুর, সহ-ঐতিহ্য বিষয়ক সম্পাদক মো. আপেল মাহামুদ, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সাধন চন্দ্র, গোপাল মহন্ত, মো. জোবায়ের ইসলাম (রঞ্জু), মো. মিজানুর রহমান, মোছা. শেফালী বেগম, মো. রবিউল ইসলাম, প্রদীপ চন্দ্র পাল, মো. মনিরুল ইসলাম, মো. ছামছুল আলম, মো. মোকলেছুর রহমান।