পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২১ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী জাতের রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উচ্চ ফলনশীল আমন ধান বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুন্নাহার সাথীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে কর্মসূচীর আওতায় ২০২-২২ মৌসুমে বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসেবে ১শ’ ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে উচ্চ ফলনশীল নাবী জাতের রোপা আমন ধান বীজ বিতরণ করা হয়।